সাংহাইয়ের লকডাউন শিগগির শেষ হচ্ছে না

চীনের অন্যতম প্রধাম শহর সাংহাইয়ের লকডাউন শিগগির শেষ হচ্ছে না। কারণ, শহরটির ২৬ মিলিয়ন বাসিন্দার সবাইকে করোনার নমুনা পরীক্ষা করে ফলাফল পর্যালোচনা করা হবে। আজ সোমবার চীনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের সাংহাইতে করোনার বিস্তার রোধে লকডাউনের মধ্যে ট্রাফিক বিধিনিষেধ আরোপের পর পুলিশ অফিসাররা হুয়াংপু নদীর ওপারে পুডং এলাকায় নজরদারি করছেন। ২৮ মার্চ, ২০২২। ছবি: রয়টার্স

চীনের অন্যতম প্রধাম শহর সাংহাইয়ের লকডাউন শিগগির শেষ হচ্ছে না। কারণ, শহরটির ২৬ মিলিয়ন বাসিন্দার সবাইকে করোনার নমুনা পরীক্ষা করে ফলাফল পর্যালোচনা করা হবে। আজ সোমবার চীনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৮ মার্চ থেকে সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে দুই-পর্যায়ের লকডাউন শুরু করে এবং পরে পুরো শহরে প্রসারিত হয়।

লকডাউনের কারণে চীনের অন্যতম এই বাণিজ্যিক অঞ্চলের জীবনযাত্রা ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তবে, নিষেধাজ্ঞাগুলো প্রাথমিকভাবে মঙ্গলবার স্থানীয় সকাল ৫টায় শেষ হওয়ার কথা ছিল।

শহর প্রশাসনের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে বলা হয়েছে, শহরটি সিল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। এছাড়া 'বাড়িতে থাকার' বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

তবে, কবে নিষেধাজ্ঞা শেষ হতে পারে তার কোনো ইঙ্গিত দেয়নি কর্তৃপক্ষ।

দেশটি সোমবার তার ২৬ মিলিয়ন বাসিন্দার সবার জন্য করোনার নমুনা পরীক্ষায় সহায়তা করতে সাংহাইতে সামরিক বাহিনী এবং হাজার হাজার স্বাস্থ্যসেবা কর্মীদের পাঠিয়েছে। যা দেশটির সর্বকালের সবচেয়ে বড় জনস্বাস্থ্য ব্যবস্থার একটি।

সশস্ত্র বাহিনীর জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) রোববার সেনাবাহিনী, নৌবাহিনী এবং যৌথ লজিস্টিক সাপোর্ট ফোর্সের ২ হাজারের বেশি চিকিৎসাকর্মীকে সাংহাইতে পাঠানো হয়েছে।

চীনা রাষ্ট্রীয় মিডিয়ার তথ্য অনুসারে, এ পর্যন্ত জিয়াংসু, ঝেজিয়াং এবং রাজধানী বেইজিংয়ের মতো প্রদেশ থেকে ৩৮ হাজার স্বাস্থ্যকর্মীকে সাংহাইতে পাঠানো হয়েছে।

উহানে প্রাথমিক করোনার প্রাদুর্ভাব মোকাবিলার পর থেকে এটি চীনের সবচেয়ে বড় জনস্বাস্থ্য বিপর্যয়। স্টেট কাউন্সিল জানিয়েছে, পিএলএ হুবেই প্রদেশে ৪ হাজারের বেশি চিকিৎসা কর্মী পাঠিয়েছিল।

গত ২৮ মার্চ থেকে সাংহাইতে দুই-পর্যায়ের লকডাউন শুরু হয়। যা কার্যত সব বাসিন্দাদের তাদের বাড়িতে সীমাবদ্ধ রাখতে বাড়ানো হয়েছে। ৩ এপ্রিল সেখানে ৮ হাজার ৫৮১ জনের করোনা এবং ৪২৫ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago