বিধ্বস্ত ফ্লাইটে কোনো বিদেশি যাত্রী ছিল না: চীনা রাষ্ট্রীয় টিভি

১৩২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে কোনো বিদেশি যাত্রী ছিল না। এয়ারলাইন্সটির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার রাতে এ তথ্য জানিয়েছে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

১৩২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে কোনো বিদেশি যাত্রী ছিল না। এয়ারলাইন্সটির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার রাতে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কতজন নিহত হয়েছে তা উল্লেখ না করেই উড়োজাহাজ চলাচল সংস্থাটি যাত্রী ও ক্রুদের জন্য গভীরভাবে শোক প্রকাশ করেছে।

কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে উঝোউ শহরের উপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন।

চীনা কর্তৃপক্ষও এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, উড়োজাহাজের যাত্রী ও ক্রু কারোরই বাঁচার সম্ভাবনা নেই বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়ছে।

আঞ্চলিক অগ্নিনির্বাপক বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য পিপলস ডেইলি জানিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে প্রাণের কোনো চিহ্ন নেই।

চীনা মিডিয়ায় প্রচারিত হওয়া হাইওয়ে থেকে একটি গাড়ির ড্যাশক্যামের ভিডিও ফুটেজে দেখা গেছে, দূরে গাছের পেছনে একটি জেট ৩৫ ডিগ্রিতে আকাশ থেকে ভূপাতিত হচ্ছে।

রয়টার্স অবশ্য তাৎক্ষণিকভাবে ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি প্রতি মিনিটে ৩১ হাজার ফুট বেগে ভূপাতিত হচ্ছিল।

তবে এর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

সংস্থাটি জানায়, ফ্লাইটের যাত্রীদের স্বজনদের যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে এবং ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Default loans

High bad loans a 'big threat' to financial sector: BB

The central bank said in quarterly review on money and exchange rate

1h ago