করোনার প্রাদুর্ভাব উ. কোরিয়ার জন্য মহাবিপর্যয়: কিম জং উন

উত্তর কোরিয়ায় দ্রুতগতিতে ছড়ানো করোনাভাইরাস প্রাদুর্ভাবকে একটি ‘মহাবিপর্যয়’ বলে উল্লেখ করেছেন দেশটির নেতা কিম জং উন।  
আজ শনিবার এক জরুরি বৈঠকে করোনা মোকাবিলায় সর্বাত্মক লড়াইয়ের আহ্বান জানিয়েছেন কিম। ছবি: কেসিএনএ

উত্তর কোরিয়ায় দ্রুতগতিতে ছড়ানো করোনাভাইরাস প্রাদুর্ভাবকে একটি 'মহাবিপর্যয়' বলে উল্লেখ করেছেন দেশটির নেতা কিম জং উন।  

সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ শনিবার এক জরুরি বৈঠকে করোনা মোকাবিলায় সর্বাত্মক লড়াইয়ের আহ্বান জানিয়েছেন কিম।

বৃহস্পতিবার প্রথমবারের মতো দেশটিতে করোনা আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানান কর্মকর্তারা। এরপর আজ কিমের দিক থেকে এ ধরনের নির্দেশনা এলো।

উত্তর কোরিয়ায় করোনা প্রাদুর্ভাব বড় আকার ধারণ করলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিকাদান কর্মসূচির অভাব এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে দেশটির ২৫ মিলিয়ন মানুষ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।

আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির অর্ধ মিলিয়ন মানুষ অজ্ঞাত জ্বরে ভুগছেন। পরীক্ষা সক্ষমতা সীমিত থাকায় তারা সবাই করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

কিমকে উদ্ধৃত করে কেসিএনএ জানায়, 'প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম আমাদের দেশে মারাত্মক মহামারির বিস্তার ঘটল।'

এজন্য আমলাতান্ত্রিক সংকট ও চিকিৎসা সক্ষমতার অভাবকে দায়ী করেছেন কিম। এ ছাড়াও, করোনা মোকাবিলায় চীনের মতো দেশগুলোর কার্যক্রম থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ায় এপ্রিল থেকে জ্বরে ভুগে ২৭ জন মারা গেছেন।

এরমধ্যে পিয়ংইয়ংয়ে মৃত একজনের নমুনা পরীক্ষা করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছিল। তবে বাকিরা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, পরীক্ষা না করানোয় তা নিশ্চিত হওয়া যায়নি।

Comments