ঢাবি শিক্ষক রাশীদ মাহমুদের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রাশীদ মাহমুদ মারা গেছেন। আজ বুধবার সাতক্ষীরার শ্যামনগরে তিনি মারা যান।
রাশীদ মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রাশীদ মাহমুদ মারা গেছেন। আজ বুধবার সাতক্ষীরার শ্যামনগরে তিনি মারা যান।

ঢাবি নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা বেগম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নৃবিজ্ঞান বিভাগ সূত্র জানায়, অধ্যাপক রাশীদ মাহমুদ সাতক্ষীরার শ্যামনগরে গবেষণার জন্য ফিল্ডওয়ার্কে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কী কারণে তিনি মারা গেছেন তা ময়নাতদন্ত না করে বলা যাচ্ছে না।'

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা বেগম বলেন, 'আমি করোনায় আক্রান্ত। আজকে সকালে রাশীদ ফোন করে আমার খোঁজ-খবর নিয়েছে। প্রাণবন্ত ও স্বাভাবিক একজন মানুষের মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাহত।'

অধ্যাপক রাশীদ মাহমুদের পৈতৃক বাড়ি ফেনী জেলাতে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago