গার্হস্থ্য অর্থনীতির মেয়েদের দাবির বিপক্ষে ঢাবি ছাত্রদের বিক্ষোভ

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। ঢাবির ইনস্টিটিউট করার দাবিতে কলেজ ছাত্রীরা আজ চতুর্থ দিনের মত নীলক্ষেত মোড় অবরোধ করার পর তাদের দাবিকে “অযৌক্তিক” আখ্যা দিয়ে এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের দাবির বিরুদ্ধে ঢবি শিক্ষার্থীদের অবস্থান। ছবি: প্রবীর দাশ

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। ঢাবির ইনস্টিটিউট করার দাবিতে কলেজ ছাত্রীরা আজ চতুর্থ দিনের মত নীলক্ষেত মোড় অবরোধ করার পর তাদের দাবিকে “অযৌক্তিক” আখ্যা দিয়ে এর বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী।

ঢাবির প্রক্টর এএম আমজাদ আলী আজ সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের মেয়েদের দাবির বিরোধিতা করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করেছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত ছাত্রীদের দবির বিষয়ে প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন কলেজ সার্টিফিকেট বা অন্য কোন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করতে পারবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এই সিদ্ধান্তে এসেছে।

ঢাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে। দাবির মধ্যে রয়েছে:

-- অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান ঢাবির লোগো ও নাম ব্যবহার করতে পারবে না

-- ঢাবির শিক্ষার্থীদের জন্য আলাদা সমাবর্তন করতে হবে

-- অধিভুক্ত কলেজগুলো থেকে দেওয়া সার্টিফিকেটে ঢাবির লোগো ব্যবহার বন্ধ করা

-- অধিভুক্ত কলেজগুলোর জন্য আলাদা নীতি তৈরি করা

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাবির ইনস্টিটিউট করার দাবিতে নীলক্ষেত মোড়ে ছাত্রীদের অবস্থান। ছবি: প্রবীর দাশ

ঢাবির ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের জাহিদ আল আসাদ নামের এক শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্রদের সামনে এই দাবিগুলো পড়ে শোনান।

দাবি মানার ব্যাপারে ঢাবির প্রক্টর তাদের আশ্বস্ত করেছেন। এর পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়ে তারা বলেছেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ধর্মঘট ডাকা হবে। এসময় বিক্ষুব্ধ ছাত্রদের কয়েকজনকে গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাথে সম্পর্কচ্ছেদ করার দাবিসম্বলিত ব্যানার হাতে দেখা যায়।

এদিকে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাবির ইনস্টিটিউট করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা দিয়ে গত চার দিন নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি পালন করেছেন। নিউমার্কেটের সামনে গুরুত্বপূর্ণ এই মোড়টি অবরোধের ফলে ওই সড়ক ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘এটি কোন হঠকারী সিদ্ধান্তের ব্যাপার নয়’

গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “এটি কোন হঠকারী সিদ্ধান্তের বিষয় নয়।”

“প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত। হুট করে একে পৃথক ইনস্টিটিউট ঘোষণা করা যায় না,” যোগ করেন শিক্ষামন্ত্রী। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়কেই সিদ্ধান্ত নিতে হবে।

Click here to read the English version of this news

Comments