‘স্বপ্নের বাজিগর’ মান্নার জন্মদিন আজ

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ ১৪ এপ্রিল। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। মৃত্যুর ১৪ বছর পরও তাদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন তিনি। 
মান্না। ছবি:সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্নার জন্মদিন আজ ১৪ এপ্রিল। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। মৃত্যুর ১৪ বছর পরও তাদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন তিনি। 

দাপুটে এ অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ 'স্বপ্নের বাজিগর মান্না' শিরোনামের একটি গান কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন শিল্পী আসিফ আকবর। কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ।

জন্মদিন উপলক্ষে কৃতাঞ্জলির অফিসে আয়োজিত অনুষ্ঠানে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, 'মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্না চলে যাওয়ার দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা শুরু করেছি। তার স্মরণে আসিফ আকবরের ''স্বপ্নের বাজিগর মান্না'' শিরোনামের গানটি আজ মুক্তি পেল।'

কৃতাঞ্জলির অফিসে মান্নার জন্মদিন উদযাপন। ছবি: সংগৃহীত

মান্নার জন্ম ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায়। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। তার প্রথম অভিনীত সিনেমা 'তওবা' (১৯৮৪)। 'ত্রাস', 'আম্মাজান'সহ ঢাকাই সিনেমার দর্শকদের অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

এরমধ্যে আছে সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, কাশেম মালার প্রেম, জনতার বাদশা, লাল বাদশা, রুটি, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা-বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া, আব্বাজান ইত্যাদি।

২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন মান্না। 

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

57m ago