শিশুদের জন্য ৮৪ হাজার ডলার অনুদান দিলেন বিটিএসের জে-হোপ

কে-পপ সুপারব্যান্ড বিটিএসের সদস্য জে-হোপ শিশুদের জন্য শুক্রবার ১০০ মিলিয়ন কোরিয়ান ওন (৮৪ হাজার ডলার) অনুদান দিয়েছেন।
বিটিএস সদস্য জে-হোপ। ছবি: সংগৃহীত

কে-পপ সুপারব্যান্ড বিটিএসের সদস্য জে-হোপ শিশুদের জন্য শুক্রবার ১০০ মিলিয়ন কোরিয়ান ওন (৮৪ হাজার ডলার) অনুদান দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চাইল্ডফান্ড কোরিয়ার মতে, জে-হোপ আশা করেছেন- তার অনুদান শিশুদের শীতকালে গরম কাপড় দিতে ব্যবহার করা হবে।

জে-হোপ বলেন, করোনা মহামারির কারণে অর্থনৈতিক মন্দায় ভুগছে এসব শিশুর পরিবার। তাই শীতকালে তাদের হয়তো কষ্টের মধ্য দিয়ে যাবে। এ কারণে আমি তাদের নিয়ে চিন্তিত ছিলাম।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুদান শিশুদের চিকিৎসা, শীতকালে তাদের গরম কাপড় দিতে ব্যবহার করা হবে।

২০১৮ সাল থেকে ২৭ বছর বয়সী এই তারকা দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে ৮০০ মিলিয়ন কোরিয়ান ওন অনুদান দিয়েছেন।

Comments