ম্যাজিক বাউলিয়ানা ২০২২: নিবন্ধন শুরু

সারা বিশ্বে বাংলার বাউল সংগীতকে পোঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে আবারো শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২২’ প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ম্যাজিক বাউলিয়ানা নিবন্ধনের ঘোষণা দেওয়া হয়। ছবি: স্টার

সারা বিশ্বে বাংলার বাউল সংগীতকে পোঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে আবারো শুরু হচ্ছে 'ম্যাজিক বাউলিয়ানা-২০২২' প্রতিযোগিতা। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন প্রক্রিয়া।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওয়াল কেয়ার ব্র্যান্ড ম্যাজিকের পৃষ্ঠপোষকতায় গানের প্রতিযোগিতার অনুষ্ঠানটির ৪র্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছর।

ম্যাজিক বাউলিয়ানা ২০২২ এর ব্যতিক্রমী দিক হলো-এবার শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও যে কেউ বাংলার বাউল গান গাইতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

চতুর্থ আসরের রেজিস্ট্রেশন চলবে ২৬ মে পর্যন্ত। আর অডিশন রাউন্ড হবে বাংলাদেশের ৭টি অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে।

সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা। ছবি: স্টার

বাছাই করা প্রতিযোগীদের নিয়েই বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়্যালিটি ম্যাজিক বাউলিয়ানা ২০২২ এর মূল প্রতিযোগিতা শুরু হবে। 

তাদের মধ্য থেকে সেরা ৩ শিল্পীকে ম্যাজিক বাউলিয়ানা ২০২২ এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

এই আয়োজনের মূল পর্ব উপস্থাপনার দায়িত্বে থাকবেন স্বাগতা ও সন্ধি।

রেজিস্ট্রেশন করতে www.magicbauliana.com.bd সাইটে ও www.facebook.com/magic.bauliana ফেসবুক পেজে ভিজিট করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ, ম্যাজিক বাউলিয়ানার বিচারক বাউল শফি মণ্ডল, শাহনাজ বেলী এবং আরিফ দেওয়ান প্রমুখ।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

2h ago