বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত মিউজিক্যাল ডকু ফিল্মে তারিন

টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় মুখ তারিন জাহান। তিন দশকেরও বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তারিন। অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনেত্রী ছাড়াও তারিন একজন নৃত্যশিল্পী।
ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের দর্শকপ্রিয় মুখ তারিন জাহান। তিন দশকেরও বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তারিন। অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। অভিনেত্রী ছাড়াও তারিন একজন নৃত্যশিল্পী।

জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত একটি মিউজিক্যাল ডকু ফিল্মে অভিনয় করেছেন তারিন জাহান। রক্তমাখা সিঁড়ি গানটি অবলম্বনে মিউজিক্যাল ডকু ফিল্মটি নির্মিত হয়েছে।

গতকাল মঙ্গলবার তারিন জাহান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারিন জাহান। ছবি: সংগৃহীত

তিনি জানান, গতকাল ১০ আগস্ট তারিন ডকু ফিল্মটির শুটিংয়ে অংশ নেন। ধানমন্ডি বত্রিশ, স্বাধীনতা জাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ বেশকিছু জায়গায় এর শুটিং হয়েছে।

তারিন বলেন, 'বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতেই মিউজিক্যাল ডকু ফিল্মটি নির্মাণ করা হয়েছে। এজন্যই কাজটি করতে রাজি হয়েছি। নতুন প্রজন্ম সত্যিকারের ইতিহাস জানুক। নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে গভীরভাবে ভালোবাসুক।'

আগামী ১৫ আগস্ট শোক দিবসে মিউজিক্যাল ডকু ফিল্মটি বিটিভিতে প্রচার হবে বলে জানান তিনি।

রক্তমাখা সিঁড়ি গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশিতা বড়ুয়া এবং গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

মিউজিক্যাল ডকু ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। চিত্র গ্রহণ করেছেন কমল চন্দ্র দাস।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago