চলে গেলেন ফকির আলমগীর

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০-৫৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 
ফকির আলমগীর। স্টার ফাইল ফটো

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

ফকির আলমগীরের মত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।

এর আগে, শুক্রবার রাত ১০টার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। 

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই দুইদিন পরে তাকে কোভিড ইউনিটের আইসিইউতে নেওয়া হয়।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

12h ago