মঞ্চ ও সংগীত

লাইফ সাপোর্টে ফকির আলমগীর

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার রাত ১০টার পর চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।
ফকির আলমগীর। স্টার ফাইল ফটো

প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। রোববার রাত ১০টার পর চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব রাত ১২টায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমার বাবার অবস্থা সারাদিন ভালোই ছিল। সন্ধ্যার পর থেকে অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। চিকিৎসকের ভাষায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খুব কষ্ট করে চিকিৎসকরা এটা করেছেন। হাত পা ছুঁড়ছিলেন আমার বাবা। তার অক্সিজেন স্যাচুরেশন ৯০-এ উন্নীত হয়েছে। আমার বাবার জন্য দোয়া করবেন।’

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৬ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোভিড ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

Comments

The Daily Star  | English

13 killed in bus-pickup collision in Faridpur

At least 13 people were killed and several others were injured in a head-on collision between a bus and a pick-up at Kanaipur area in Faridpur's Sadar upazila this morning

2h ago