আলী যাকের সম্মান পদক পেলেন ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ

প্রথমবারের মতো প্রবর্তন করা নাট্যজন আলী যাকের সম্মান পদক পেয়েছেন ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক অনুষ্ঠানে এই ২ গুণী নাট্যশিল্পীর হাতে তুলে দেওয়া হয় এই পদক।
ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

প্রথমবারের মতো প্রবর্তন করা নাট্যজন আলী যাকের সম্মান পদক পেয়েছেন ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক অনুষ্ঠানে এই ২ গুণী নাট্যশিল্পীর হাতে তুলে দেওয়া হয় এই পদক।

রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও নাচের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। তারপর মঞ্চে আসেন সারা যাকের। তিনি পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, 'আলী যাকের জীবনভর ছিলেন কাজের মানুষ। কাজই তাকে এতদূর নিয়ে গিয়েছিল। তার একটা আফসোস ছিল তিনি রোমান্টিক কোনো চরিত্রে কখনও অভিনয় করেননি।'

সারা যাকের আরও বলেন, 'ভাবতেই পারি না মানুষটি নেই। কতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছি। মঞ্চে ও টেলিভিশনে কত কাজ করেছি দুজনে।'

এরপর দুই উপস্থাপক ত্রপা মজুমদার ও পান্থ শাহরিয়ার মঞ্চে আমন্ত্রণ জানান ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ ও এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমানকে।

ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদকে একটি করে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, 'দেওয়ান গাজীর চরিত্রে আলী যাকেরের মতো অভিনেতা আর কখনো আসবে কি না জানি না। মঞ্চে ও টেলিভিশনে তার সঙ্গে অভিনয় করেছি। অসাধারণ অভিনয় ক্ষমতা ছিল তার।'

মামুনুর রশীদ তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, 'স্বাধীন বাংলা বেতারে একসঙ্গে কাজ করার সময় আমরা দুজনেই কথা দিয়েছিলাম দেশ স্বাধীনের পর নাটক করব। সেভাবেই নাটক শুরু করি। একটা জীবন আমরা নাটকের সঙ্গে কাটিয়ে দিলাম। তার অভাববোধটা বড় বেশি কাজ করছে।'

সম্মাননা পদক ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জলের গান সংগীত পরিবেশন করে।

পরে আলী যাকের অভিনীত বাকি ইতিহাস নাটক থেকে অংশ বিশেষ মঞ্চায়িত হয়। এছাড়া দর্পণে শরৎশশী নাটক থেকেও অংশ বিশেষ অভিনীত হয়।

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরকে সম্মান জানিয়ে আগন্তক রেপারটরির এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, নাট্যকার মাসুম রেজা, ইরেশ যাকের প্রমুখ।

Comments

The Daily Star  | English
books on Bangladesh Liberation War

The war that we need to know so much more about

Our Liberation War is something we are proud to talk about, read about, and reminisce about but have not done much research on.

14h ago