'সর্বোচ্চ' সংখ্যক হলে 'বাজী', হতাশ প্রেক্ষাগৃহ মালিকরা

জিৎ-মিমি চক্রবর্তী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা ‘বাজী’ গতকাল শুক্রবার দেশের ৪৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।
ছবি: সংগৃহীত

জিৎ-মিমি চক্রবর্তী অভিনীত ভারতীয় বাংলা সিনেমা 'বাজী' গতকাল শুক্রবার দেশের ৪৪টি  সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মহামারির বিধিনিষেধের পর চলতি বছর এ সিনেমাটিই সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে বলে তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তবে, হলে দর্শকের উপস্থিতি দেখে হতাশ হচ্ছেন হল মালিকরা।

যশোরের 'মনিহার' সিনেমার ম্যানেজার তোফাজ্জল লিটন আজ শনিবার দুপুরে ডেইলি স্টারকে বলেন, 'যে আশা নিয়ে এই সিনেমাটা এনেছি, তার কিছুই হচ্ছে না। প্রথমদিন দর্শক দেখে হতাশ হয়েছি। এতোটা খারাপ অবস্থা হবে জানতাম না। দর্শক কেন সিনেমাটা দেখছে না বুঝতে পারছিনা। ভেবেছিলাম অনেক দর্শক পাব। তার কিছুই হচ্ছেনা। আশাহত হচ্ছি।'

গতকাল বগুড়ার 'মধুবন সিনেপ্লেক্স' উদ্ভোধন হয়েছে 'বাজী' সিনেমা দিয়ে। এই সিনেপ্লেক্সের কর্ণধার আর এম ইউনুস রুবেলে আজ ডেইলি স্টারকে বলেন, 'গতকাল এই সিনেপ্লেক্সে চালু হবার পর মাত্র ২টা শো ভালো গেছে। রাতের শোতে খুব বেশি দর্শক আসেনি। আজ দুপুরের শোতেও একই অবস্থা। বুঝছি না কেন এমন হচ্ছে। গতকাল জুম্মার কারণে দুপুরের শো বন্ধ ছিলো। সেই কারণে অনেকেই ভেবেছে আজকেও শো বন্ধ।  তাই হয়তো দর্শক আসেনি। দেখি, আগামীতে কী হয়।'

দীর্ঘ ১৯ মাস পর গতকাল ঢাকার 'মধুমিতা' প্রেক্ষাগৃহ খুলেছে। হলটির মালিক ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, 'যতোটা আশা করেছিলাম ঠিক ততোটা হয়নি। দীর্ঘদিন পর এই প্রেক্ষাগৃহ খুললো। দর্শকদের অভ্যস্থ হতে কিছুটা সময় লাগবে। গতকাল নিজেই হলে উপস্থিত ছিলাম। মোটামুটি দর্শক এসেছে। ভালো সিনেমা আসলে আরো মানুষ আসবে বলে মনে হয়।'

ঢাকার 'শ্যামলী' সিনেমার ম্যানেজার আহসানউল্লাহ বলেন, 'এই সিনেমাটা এতোটা খারাপ যাবে ভাবিনি। গতকাল থেকে খুব বাজে সেল হয়েছে। এর আগেও কলকাতার সিনেমা চালিয়ে ব্যবসা করতে পারিনি। দর্শক কেন মুখ ফিরিয়ে নিচ্ছে এই সিনেমা থেকে বুঝতে পারছি না। আমরা দেশীয় ভালো বিগ বাজেটের সিনেমার অপেক্ষা করছি। আশা করছি এইসব সিনেমা দিয়ে আবার ঘুরে দাঁড়াবে আমাদের সিনেমা হল।'

'বাজী' দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পেয়েছে। বাংলাদেশের মুক্তি পাওয়ার পর অনেক দর্শক বলছেন, এটি তেলেগু সিনেমা 'নান্নাকু প্রেমাথো'র কপি।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

2h ago