
আগামী ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর মধ্যে ২০২২-২৪ মেয়াদে সমিতির দায়িত্ব নিতে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। যার একটিতে আছেন মিশা-জায়েদ, অন্য প্যানেলে ইলিয়াস কাঞ্চন-নিপুণ। নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। দুটি প্যানেলই এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কিন্তু, সেখানে করোনার স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে গিয়ে দেখা গেছে, গেট থেকে শুরু করে এফডিসির কোথাও মানা হচ্ছে না করোনার চলমান স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া সামাজিক দূরত্ব না মেনে ঘুরে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। তাদের ঢল দেখা গেছে ২ প্যানেলের নির্বাচনী প্রচারণা কেন্দ্রের সামনে, ক্যান্টিন, চলচ্চিত্রশিল্পী সমিতি, প্রযোজক সমিতির আশেপাশে। গতকাল রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালানোর কথা থাকলেও রাত ১০টা পর্যন্ত শিল্পীদের আনোগোনা দেখা গেছে।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা হারুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করছি। করোনার কথা বিবেচনা করে সুরক্ষার বিষয়টি আগে ভেবেছি। এফডিসিতে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এফডিসি কর্তৃপক্ষের এমন নির্দেশই আছে।'
তিনি আরও বলেন, 'পাশাপাশি নির্বাচনের দিন কোনো প্যান্ডেল বা চেয়ারের ব্যবস্থা থাকবে না। আমরা চাই শিল্পীরা ভোট দিয়ে এফডিসি ত্যাগ করবেন। নির্বাচনের দিন ভোটার শিল্পী ও ভোট সংশ্লিষ্টরা ছাড়া আর কেউ এফডিসিতে আসতে পারবে না। তারপরেও কীভাবে এমন হচ্ছে বিষয়টা আমি দেখছি।'
Comments