ভয় পেয়ে ২০ জন গিয়েছিল শিল্পী সমিতির নির্বাচন পেছাতে: রিয়াজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসভাপতি প্রার্থী চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘আমাদের প্যানেলের সদস্যরা এফডিসিতে ছিল না। এফডিসির এমডিসহ আমাদের অপর পক্ষের ২০ জন গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বলেছে। তারা ভয় পেয়েছে।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসভাপতি প্রার্থী রিয়াজ। ছবি: স্টার

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলের সহসভাপতি প্রার্থী চিত্রনায়ক রিয়াজ বলেছেন, 'আমাদের প্যানেলের সদস্যরা এফডিসিতে ছিল না। এফডিসির এমডিসহ আমাদের অপর পক্ষের ২০ জন গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বলেছে। তারা ভয় পেয়েছে।'

শনিবার রাত ৮টায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোশরীপাড়া গ্রামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। 

প্যানেলের সহসভাপতি প্রার্থী অভিনেতা ডি এ তায়েব এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন রিয়াজ।

রিয়াজ আরও বলেন, 'নির্বাচন কমিশন যত কঠিন করেই নির্বাচন করুক, আমরা ২৮ জানুয়ারি ভোট দেব। একদিনের জন্যও নির্বাচন পেছাবে না।'

'চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে সদস্যপদ হারানো ১৮৪ জনকে বাদ দেওয়া হয়েছিল সে কমিটিতে আমিও সহসভাপতি ছিলাম। ওরা অনেকে বলে আমার স্বাক্ষর আছে। আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ১৮৪ জনের তালিকা আমরা দেখিনি। আমাদের কোনো স্বাক্ষর নেই। স্বাক্ষর যদি থাকে শিল্প সমিতির হাজিরা খাতায় আছে।' 

রিয়াজ আরও বলেন, 'নির্বাচনের আগে যখন ১৮৪ জনকে নিতে হবে বলে চাপ দেওয়া হলো তখন কয়েকজনকে নিবে বলে জানিয়েছিল। কিন্তু আমি সে সময় কয়েকজনকে নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম। চলে এসেছিলাম, আমাকে কথা বলতে দেওয়া হয়নি।'

সকাল থেকে শুরু হওয়া এ আলোচনা সভা কাঞ্চন-নিপুণ প্যানেলের দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী আরমানের নিজ বাড়িতে আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী সায়মন সাদিক প্রমুখ। 

 

Comments

The Daily Star  | English

BCL gathering on campus: Buet students continue protest for 2nd straight day

Students of different batches started the demonstration by gathering on the road in front of the Shaheed Minar from 8:00am

2h ago