ভোট দিয়ে আরাম পেয়েছি: অপু বিশ্বাস

উৎসবমুখর পরিবেশে শেষ হতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
fdc_28jan22.jpg
ছবি: স্টার

উৎসবমুখর পরিবেশে শেষ হতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিন দুপুর ১টার পরে ভোট দিতে আসেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস৷ শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাই-বোনরা আছেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। ভোট দিয়ে আরাম পেয়েছি। আমার মনে হলো মিলনমেলায় এসেছি।'

তিনি আরও বলেন, 'যারা ভোটে অংশ নিচ্ছেন প্রতিটি শিল্পীর সঙ্গে কাজ করেছি, এটা আমার সৌভাগ্য। যারা জয়ী হবেন তারা যেন নেতৃত্বের জায়গায় ঠিক থাকেন। কিন্তু ভোট নিয়ে কাদা ছোড়াছুড়ি যেন না হয়। অনেকেই এত কড়াকড়ি দেখে মন খারাপ করছেন, আমি বলবো এটাই ভালো হয়েছে।'

এবার নির্বাচনের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে রয়েছে ইলিয়াস-কাঞ্চন নিপুণ ও অন্যটিতে মিশা-জায়েদ।

Comments

The Daily Star  | English
du admission test result

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

31m ago