
বলিউডে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন দিশা পাটানি। কিন্তু, তিনি কখনো অভিনেত্রী হতে চাননি! সম্প্রতি এক সাক্ষাৎকারে দিশা জানিয়েছেন, তার স্বপ্ন ছিলো বিমান বাহিনীর পাইলট হওয়া।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বলিউডে কয়েক বছরের মধ্যে দিশা পাটানি নিজের জায়গা তৈরি করে নিতে পেরেছেন। সোশ্যালে দেওয়া তার ছবি এবং ভিডিও প্রায় ভাইরাল হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী দিশা তার স্বপ্ন, কীভাবে তার জীবন মোড় নেয় এবং কীভাবে তিনি অভিনেত্রী হলেন তা নিয়ে কথা বলেছেন।
দিশা হার্পারস বাজার ইন্ডিয়াকে বলেছেন, 'মজার ব্যাপার হলেও সত্যি যে, অভিনেত্রী হওয়ার কোনো স্বপ্ন আমার ছিলো না। আমি বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলাম এবং এজন্য ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। আমার কলেজের এক বন্ধু একটি মডেলিং প্রতিযোগিতার কথা বলেছিল। আমিও আবেদন করেছিলাম এবং শেষ পর্যন্ত জিতেছিলাম (২০১৩ সালে)। সেখান থেকে অভিনয়ের সঙ্গে আমার পথচলা শুরু হয়। এটি আমাকে স্বাধীনতা দিয়েছে, নিজের জন্য উপার্জন করতে শিখিয়েছে এবং আমার পরিবারের ওপর নির্ভরশীলতা কমিয়েছে।
Comments