ওমিক্রন আতঙ্কে দিল্লির সিনেমা হল বন্ধ, সিনেমা মুক্তি স্থগিত

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। এ কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।
ছবি: সংগৃহীত

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। এ কারণে দিল্লির সব সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

সিনেমা হল বন্ধ ঘোষণা করায় খ্যাতিমান নির্মাতা এস এস রাজামৌলির নতুন ছবি 'আরআরআর' মুক্তি আটকে গেছে। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে।

সিনেমা সংশ্লিষ্টদের আশা করেছিলেন, ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা 'আরআরআর' দর্শকদের হলমুখী করবে।

'আরআরআর' সিনেমার বাজেট ইতোমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে ব্যাপক প্রচারণা চলছে। তাতেও বিপুল অর্থ খরচ হয়েছে। এত প্রমোশনের পর এখন মুক্তি পিছিয়ে দেওয়ায় বাজেট বাড়বে। সব মিলিয়ে উভয় সংকটে পড়েছে 'আরআরআর'। নির্মাতা এস এস রাজামৌলি শেষ পর্যন্ত মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।

'আরআরআর' সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণ ও জুনিয়র এনটিআর। এছাড়া এতে আরও আছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ অনেকে।

Comments

The Daily Star  | English
wage workers cost-of-living crisis

The cost-of-living crisis prolongs for wage workers

The cost-of-living crisis in Bangladesh appears to have caused more trouble for daily workers as their wage growth has been lower than the inflation rate for more than two years.

1h ago