স্যার ছিলেন সত্যিকারের আলোকিত মানুষ: সুবর্ণা মুস্তাফা

সদ্যপ্রয়াত অভিনেতা, নাট্যকার, নিদেশক, শিক্ষক ড: ইনামুল হকের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। ইনামুল হককে নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি।
ছবি: সংগৃহীত

সদ্যপ্রয়াত অভিনেতা, নাট্যকার, নিদেশক, শিক্ষক ড: ইনামুল হকের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। ইনামুল হককে নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি।

সোমবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে সুবর্ণা মুস্তাফা বলেন, 'কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। চোখ ভিজে আসছে। এভাবে হুট করে তিনি চলে যাবেন ভাবিনি। এমন যদি হতো-অসুখ হয়েছে, তাকে সেবা করার সুযোগ পাচ্ছি-তাও ঘটেনি। কাউকে কিছু করার সুযোগ না দিয়েই তিনি চলে গেলেন।'

'আমার বাবা গোলাম মুস্তাফার সহশিল্পী ছিলেন তিনি। একসময় আমিও সহশিল্পী হিসেবে তাঁকে পেয়েছিলাম। শিল্পী হিসেবে কত বড় মাপের ছিলেন তা বলার অপেক্ষা রাখে না।'

সুর্বণা মোস্তফা আরও বলেন, 'স্বর্ণালী দিনের নাটকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তার সঙ্গে অনেকদিন দেখা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানেও দেখা হয়েছে। সবই এখন স্মৃতি। নিপাট ভদ্রলোক বলতে যা বোঝায় তিনি তাই ছিলেন। এতো বিনয়ী মানুষ সহজে পাওয়া যাবে না।'

'তিনি ছিলেন এক জন পন্ডিত মানুষ। তার মতো জানাশোনা মানুষ কমই পেয়েছি, খুব পড়ুয়া ছিলেন। জ্ঞানের ভান্ডার ছিল তার। দেশি-বিদেশি সব ধরনের বই পড়তেন,' বলেন তিনি।

সুবর্ণা মুস্তাফা বলেন, 'স্যার নাট্যকার হিসেবেও সফল ছিলেন। তার নাটকে আমাদের পরিবারের কথা, সমাজের কথা, শেকড়ের কথা উঠে আসতো গভীরভাবে।'

'আমি তাকে স্যার বলে সম্বোধন করতাম। তিনি ৪৩ বছর শিক্ষকতা করেছেন। স্যার ছিলেন সত্যিকারের আলোকিত মানুষ। যেখানে আছেন- শান্তিতে থাকুন।'

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

39m ago