মোশাররফ করিম অভিনয়ের গুরু: ফারিয়া শাহরিন

আসছে ঈদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া শাহরিন। শুটিংয়ের জন্য কখনো ঢাকা, কখনো গাজীপুরের পূবাইলে ছুটতে হচ্ছে। ইতোমধ্যে যমজ-১৫ নাটকের শুটিং শেষ করেছেন।
ফারিয়া শাহরিন। ছবি: সংগৃহীত

আসছে ঈদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া শাহরিন। শুটিংয়ের জন্য কখনো ঢাকা, কখনো গাজীপুরের পূবাইলে ছুটতে হচ্ছে। ইতোমধ্যে যমজ-১৫ নাটকের শুটিং শেষ করেছেন।

ফারিয়া শাহরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মোশাররফ করিম একজন অসাধারণ অভিনেতা। তিনি আমার অভিনয়ের গুরু। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যমজ নাটকের একটি দৃশ্যে একটি উচ্চারণ আমার সমস্যা হচ্ছিল। পরে মোশাররফ করিম শিখিয়ে দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'এর আগে মোশাররফ করিমের সঙ্গে একটি নাটক করেছিলাম। নাটকটি খুব প্রশংসিত হয়েছিল।'

এ ছাড়াও, ৭ পর্বর ঈদের নাটর 'টেক্কা'র শুটিং শেষ করেছেন ফারিয়া শাহরিন। 'টেক্কা' নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।

টেক্কা নাটক প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, 'এটি গ্রামীণ গল্পের নাটক। দর্শক আমাকে গ্রামের মেয়ে হিসেবে দেখবেন। এই নাটকের শুটিংয়ের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন ঢাকা থেকে জ্যাম ঠেলে পূবাইলে যেতে হয়েছে। আবার শুটিং শেষে রাতে ঢাকায় ফিরেছি।'

তিনি বলেন, 'সত্যি কথা বলতে গ্রামের মেয়ের লুক আমার সঙ্গে সেভাবে যায় না। সেজন্য মাথার চুলে তেল দিতে
হয়েছে। গ্রামের মেয়েদের মতো করে পোশাক পরতে হয়েছে। মেকআপম্যানকে অনেক কষ্ট করতে হয়েছে।'

অন্যদিকে প্রচার চলতি ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের ঈদে স্পেশাল পর্ব নির্মাণের কথা আছে বলে জানান ফারিয়া।

প্রসঙ্গত, যমজ-১৫ নাটকে ফারিয়া শাহরিনের বিপরীতে দেখা যাবে মোশাররফ করিমকে। এটি মোশাররফ করিম অভিনীত একটি আলোচিত সিরিজ। প্রতি বছর ঈদের সময়ে একটি প্রচারিত হয়। তারই ধারাবাহিকতায় এবার যমজ-১৫ নির্মিত হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago