বলিউডের সিনেমায় বাংলাদেশের নায়িকারা

বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। তাদের মধ্যে অনেকে সরাসরি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন, আবার অনেকে অভিনয় করেছেন যৌথ প্রযোজনার সিনেমায়।
শাবানা, ববিতা, রোজিনা, মিথিলা ও বাঁধন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী বলিউডের সিনেমায় অভিনয় করেছেন। তাদের মধ্যে অনেকে সরাসরি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন, আবার অনেকে অভিনয় করেছেন যৌথ প্রযোজনার সিনেমায়।

বাংলাদেশের কিংবদন্তী নায়িকা শাবানা বলিউডের 'শক্র' সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি ১৯৮৬ সালে মুক্তি পায়। সিনেমাটির বাংলা নাম 'বিরোধ'। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেন প্রমোদ চক্রবর্তী। এই সিনেমায় শাবানা অভিনয় করেন রাজেশ খান্নার বিপরীতে।

খ্যাতিমান অভিনেত্রী ববিতা বলিউডের 'গেহরি চোট' সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। বাংলাদেশে 'দূরদেশ' নামে সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে। এটি পরিচালনা করেন ভারতের আম্বরিশ সান্যাল এবং বাংলাদেশের এহতেশাম। সিনেমাটিতে অভিনয় করেন শশী কাপুর, শর্মিলা ঠাকুর, রাজ বাবর, পারভীন ববিসহ অনেকে।

অভিনেত্রী রোজিনা বলিউডের 'আরপার' সিনেমায় অভিনয় করেছেন। শক্তি সামন্ত পরিচালিত সিনেমাটিতে রোজিনার বিপরীতে ছিলেন মিঠুন চক্রবর্তী। যৌথ প্রযোজিত সিনেমাটি ১৯৮৫ সালে মুক্তি পায়। বাংলাদেশে সিনেমাটি 'অবিচার' নামে মুক্তি পেয়ে দর্শকপ্রিয় হয়েছিল। কলকাতায় 'অন্যায় অবিচার' নামে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

বাংলাদেশি মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের 'রোহিঙ্গা' সিনেমায় অভিনয় করেছেন। হায়দার খান পরিচালিত সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

বাংলাদেশের নায়িকাদের মধ্যে সর্বশেষ বলিউড সিনেমায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। পরিচালক বিশাল ভরদ্বাজের 'খুফিয়া' সিনেমায় অভিনয় করছেন তিনি। এই সিনেমায় আরও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। লেখক অমর ভূষণের 'এসকেপ টু নোহোয়ার' উপন্যাস অবলম্বনে 'খুফিয়া' সিনেমাটি নির্মিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago