ফিল্মফেয়ারে জয়ার হ্যাটট্রিক

বাংলাদেশের জয়া আহসান ভারতের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১’ বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন জয়া আহসান।
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জয়া আহসান ভারতের 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১' বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। 'বিনিসুতোয়' সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন জয়া আহসান।

এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার'-এর জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। তার আগে ২০১৮ সালে 'বিসর্জন' সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।

২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত 'ঈগলের চোখ' সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। ২০১৪ সালে অরিন্দমের 'আবর্ত' সিনেমায় জন্যও ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

2h ago