টিভি ও সিনেমা

‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ সিনেমার শুটিং চলছে কলকাতায়

‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’-খ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খান নির্মাণ করছেন ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ শিরোনামে নতুন সিনেমা।
কলকাতায় ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’ সিনেমার শুটিং। ছবি: সংগৃহীত

'ভুবন মাঝি' ও 'গণ্ডি'-খ্যাত পরিচালক ফাখরুল আরেফীন খান নির্মাণ করছেন 'জ্যাঁ কুয়ে ১৯৭১' শিরোনামে নতুন সিনেমা।

ফরাসি তরুণ জ্যাঁ কুয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্যে বিমান ছিনতাই করেছিলেন। তার সেই গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমাটি।

'জ্যাঁ কুয়ে ১৯৭১'-এ নাম ভূমিকায় অভিনয় করছেন কলকাতার সৌরভ শুভ্র দাশ।

গত ১৮ সেপ্টেম্বর কলকাতার পৈলান স্টুডিওয়ে এর শুটিং শুরু হয়।

প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি।

এ ছাড়া, ভারতের বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও ইন্দ্রনীল এ সিনেমায় অভিনয় করবেন। আগামী সপ্তাহে তাদের শুটিং শুরু হবে।

পরিচালক ফাখরুল আরেফীন খান গতকাল রোববার রাতে কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটি একটি আন্তর্জাতিক সিনেমা। ইংরেজি ভাষায় তৈরি হতে যাওয়া সিনেমাটি বাংলাদেশসহ অন্যান্য দেশে মুক্তি দেওয়া হবে।'

কলকাতায় টানা ১৫ দিন শুটিং চলবে বলেও জানান তিনি।

পরিচালক আরও বলেন, '১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লী বিমানবন্দরে বাংলাদেশের জন্য ফরাসি নাগরিক জ্যাঁ কুয়ে পাকিস্তানের পিআইএ-৭১১ উড়োজাহাজটি যাত্রীসহ ছিনতাই করেছিলেন।'

'সেদিন কেমন করে, কোন ভাবনা থেকে তিনি উড়োজাহাজটি ছিনতাই করেছিলেন বা এর ভেতরে কী ঘটেছিল— সেই পুরো বিষয়টি সিনেমায় তুলে আনতে চাই। সেভাবেই এর কাজ শুরু করেছি।'

আজ থেকে ৫০ বছর আগে পাকিস্তানের সেই উড়োজাহাজ ছিনতাই করে বাংলাদেশিদের বন্ধু হন জ্যাঁ কুয়ে। এদেশের স্বাধীনতাকামী মানুষের জন্যে ২০ টন ওষুধ উড়োজাহাজে নিয়ে আসতে রাজি হলে সব যাত্রীকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

3h ago