আমার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার কোনো প্রমাণ নেই: জায়েদ খান

তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ ১৬৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান।
জায়েদ খান। ছবি: স্টার

তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ ১৬৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জায়েদ খান।

আপনি তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন... পরপর এই জয়ের কারণ কী?

শিল্পীদের জন্য কাজ করলে অবশ্যই তারা আমাকে ভোট দেবেন, এটা একেবারেই সহজ বিষয়। সারাবছর তাদের পাশে থাকার চেষ্টা করেছি বলেই তারা ভোট দিয়েছেন। আমাকে নির্বাচিত করেছেন। দিন শেষে কাজ করা মানুষকেই শিল্পীরা পছন্দ করেন, নির্বাচিত করেন। শিল্পীরা ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান রায় দিয়েছেন।

গতকাল শিল্পী সমিতির নির্বাচনে আপনার নামে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছিল...

এ বিষয়ে গতকালই বলেছি, আমার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার কোনো প্রমাণ নেই। কেউ এখন পর্যন্ত সেই প্রমাণ দেখাতে পারেননি। এগুলো সব ভিত্তিহীন মিথ্যা কথা। এমন কথার কোনো মূল্য নেই আমার কাছে। নির্বাচন ঘিরে অনেক কাঁদা ছোড়াছুড়ি হয়েছে, যেটা সত্যিই কাম্য ছিল না।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আপনার এতো ভালো লাগা কেন?

তার কারণ আমি শিল্পীদের ভালোবাসি। দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছি। তাই কেন ভালো লাগবে না সেটা বলেন। শিল্পীদের জন্য কিছু করতে চাই। এখানে আমি দোষের কিছু দেখছি না।

শিল্পী সমিতির ফান্ডে টাকা জমা আছে বলে প্রচারণা করেছিলেন, সেটা নাকি দু'বার পিকনিক না হওয়া টাকা?

শিল্পী সমিতি কখনো ফান্ডের টাকা দিয়ে পিকনিক করে না। যারা এসব বলেছে, তারা মিথ্যা বলেছে। এই টাকা শিল্পী সমিতির ফান্ডেরই টাকা।

শিল্পী সমিতি নিয়ে নতুন প্রত্যাশা কী?

যারা আমাকে তৃতীয়বারের মতো ভোট দিয়ে শিল্পীদের সেবা করার সুযোগ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। শিল্পীদের জন্য আমি কাজ করতে চাই। যে কাজগুলো করতে পারিনি সেগুলো করার ইচ্ছা আছে। তবে, সভাপতি হিসেবে মিশা ভাইকে ভীষণ মিস করব। ৪ বছর ধরে একসঙ্গে পথ চলেছি আমরা।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

2h ago