‘এফবিএইচআরও’র বেসরকারি পেশাজীবীদের অবসর ভাতা বিষয়ক ওয়েবিনার

ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) আয়োজনে গত ২৬ জুলাই অনলাইন জুমে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি পেশাজীবীদের জন্য আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থা বিষয়ক ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কৌশলগত আলোচনা।

ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের (এফবিএইচআরও) আয়োজনে গত ২৬ জুলাই অনলাইন জুমে অনুষ্ঠিত হয়েছে বেসরকারি পেশাজীবীদের জন্য আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থা বিষয়ক ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে কৌশলগত আলোচনা।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিজিএমইএর (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) সভাপতি ফারুক হাসান। অতিথি হিসেবে ছিলেন বিইএফের (বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনে) মহাসচিব ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সাবেক সভাপতি ড. সবুর খান, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং ডিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এ মবিন এবং ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ মোস্তফা কামরুস সোবহান।

এতে স্বাগত বক্তব্যে এফবিএইচআরও-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, 'এফবিএইচআরও দীর্ঘদিন গবেষণার পর গত মে মাসের প্রথম সপ্তাহে বেসরকারি পেশাজীবীদের জন্য আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে কাজ করার লক্ষ্যে অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে এফবিএইচআরও-এর একটি ন্যাশনাল কাউন্সিল গঠন করেছে। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও) স্ব প্রণোদিত এবং স্বতঃস্ফূর্তভাবে সরকারকে এ ব্যাপারে সব রকমের সাহায্য করতে বদ্ধপরিকর।'

ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ মোস্তফা কামরুস সোবহান বলেন, 'কানাডার মতো অনেক জনকল্যাণমূলক রাষ্ট্রে বেসরকারি চাকরিজীবী ও পেশাজীবীদের জন্য পেনশন বা অবসর ভাতা আছে। যেকোনো কোম্পানি বা প্রতিষ্ঠান স্ব উদ্যোগে এই ব্যবস্থা নিতে পারে। অবশ্য সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের মানসিকতার ওপর তা নির্ভর করে।'

ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি ড. সবুর খান তার বক্তব্যে বলেন, 'এটি এফবিএইচআরও-এর একটি চমৎকার উদ্যোগ। পাশাপাশি স্ব উদ্যোগে যে প্রতিষ্ঠানগুলো এমন কর্মীবান্ধব কাজ করছে তাদেরকেও তুলে ধরা উচিৎ ভালো উদাহরণ হিসেবে।'

আলোচনায় ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং ডিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এ মবিন বলেন, 'বেসরকারি কর্মজীবীদের অবসর ভাতা আইন আছে, কিন্তু তার প্রয়োগ ও প্রতিপালনে সরকারসহ সবার ঐকান্তিক প্রচেষ্টা জরুরি। বেসরকারি খাতের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।'

বিইএফের মহাসচিব ফারুক আহমেদ বলেন, 'এফবিএইচআরও-এর এই উদ্যোগটি সময়কে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন এই ব্যাপারে এফবিএইচআরও-এর সঙ্গে হাতে হাত মিলিয়ে আরও বাস্তবসম্মতভাবে কাজ করতে আগ্রহী।'

এফবিএইচআরও-এর বেসরকারি পেশাজীবীদের জন্য আনুষ্ঠানিক পেনশন ব্যবস্থা চালু করার জন্য গঠিত জাতীয় কাউন্সিলের সদস্য সচিব অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী আলোচনার মূল সঞ্চালক হিসেবে বক্তব্য দেওয়ার সময় বলেন, 'এফবিএইচআরও-এর জন্য আজ একটি অনুপ্রেরণাদায়ক দিন। কারণ, জাতীয় পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সমর্থন আমাদেরকে উজ্জীবিত করছে বেসরকারি খাতে সর্বস্তরে অবসর ভাতা চালু করার মডেলটি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কাজ করার জন্য। জননেত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়নে এফবিএইচআরও সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী।'

আয়োজনের প্রধান অতিথি বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে এটিও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে যোগ হবে। বিজিএমইএ অনেকগুলো কর্মীকল্যাণমূলক ব্যবস্থা নিয়েছে। বেসরকারি কর্মজীবীদের অবসরভাতার বিষয়টিও আমি বিজিএমইএর পক্ষ থেকে সমর্থন করি।'

বেসরকারি খাতে সর্বস্তরে অবসর ভাতা চালু করার মডেলটি উপস্থাপন করেন এফবিএইচআরও-এর মহাসচিব অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও এফবিএইচআরও-এর পরিচালক ড. খাদিজা রহমান তানচির উপস্থাপনায় অনুষ্ঠানে ধন্যবাদ ব্যবস্থা রাখেন সংস্থাটির পরিচালক এবং ওয়েবিনারের সভাপতি ড. নাদিয়া বিনতে আমিন।

Comments

The Daily Star  | English
Inner ring road development in Bangladesh

RHD to expand 2 major roads around Dhaka

The Roads and Highways Department (RHD) is going to expand two major roads around Dhaka as part of developing the long-awaited inner ring road, aiming to reduce traffic congestion in the capital.

15h ago