দক্ষিণ কোরিয়ায় একদিনে রেকর্ড ৩,২৯২ জনের করোনা শনাক্ত

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মহামারি শুরুর পর একদিনে রেকর্ড ৩ হাজার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সিউলে সংক্রমণ এড়াতে মাস্ক পরে চলাচল করছেন স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর, ২০২১। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার মহামারি শুরুর পর একদিনে রেকর্ড ৩ হাজার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। যা টানা দ্বিতীয় দিনে ৩ হাজারের সীমা ছাড়িয়ে গেছে। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর ৩ হাজার ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

দেশটি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের কারফিউয়ের মতো বিধিনিষেধ গত ১ নভেম্বর তুলে নেওয়া হয়েছে। মহামারি থেকে বেরিয়ে আসতে রোড ম্যাপের পরবর্তী ধাপ আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নেওয়া হবে। তখন বড় আকারের জনসমাবেশের অনুমতি দেওয়া হবে।

যদিও এর আগে স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় বলেছিল, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা দিনে ৫ হাজার করোনা রোগীর চিকিৎসা দিতে পারবে। কিন্তু, শয্যা সংখ্যা অনেক ক্ষেত্রে কম যাচ্ছে। গত দুই সপ্তাহে প্রতিদিন গড়ে ২ হাজার ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য দেখায়, বুধবার বিকেলের মধ্যে সিউল হাসপাতালে ৮০ শতাংশেরও বেশি আইসিইউ শয্যা ভরে গেছে। পার্শ্ববর্তী গিওংগি প্রদেশ এবং ডেজিওনে ৭৬ শতাংশ আইসিইউ শয্যা পূর্ণ ছিল।

কোরিয়ান সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গুরুতর অসুস্থ রোগীদের নিরাপদে এবং দ্রুত পরিবহনের জন্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে। কারণ অন্যান্য হাসপাতালে শয্যার সংকট আছে।

Comments