জেলেনস্কির ‘অনুরোধে’ পুতিনকে ফোন করেছিলেন মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ‘অনুরোধে’ তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন এবং পুতিনতে তিনি আক্রমণ বন্ধ করতে বলেছেন। 
এমানুয়েল মাখোঁ। ছবি: তাস

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির 'অনুরোধে' তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন এবং পুতিনতে তিনি আক্রমণ বন্ধ করতে বলেছেন। 

আজ শুক্রবার সকালে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। 

পুতিনের সঙ্গে কলটি ছিল 'খোলামেলা, সরাসরি ও দ্রুত' উল্লেখ করে তিনি বলেন, 'রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে আলাপে ছল করেছেন। ইউক্রেন আক্রমণ করার প্রস্তুতির সময় ফোনে মিনস্ক চুক্তির বিশদ বিবরণ নিয়ে আলোচনা করেছিলেন।'

মাখোঁ আরও জানিয়েছে, যত শিগগির সম্ভব এই যুদ্ধ থামানো ছিল এই আলোচনোর উদ্দেশ্য। 

Comments

The Daily Star  | English

Modi the favourite as India votes

India began voting Friday in a six-week election with an all but assured victory for Hindu nationalist Prime Minister Narendra Modi, as a weakened opposition is pushed to the sidelines

12m ago