৪ মাসে দেড় লাখের বেশি কর্মী বিদেশে গেছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ৪ মাসে মোট দেড় লাখেরও বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন। আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান।
ফাইল ছবি

চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ৪ মাসে মোট দেড় লাখেরও বেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছেন। আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, 'বর্তমানে বিদেশে কর্মী যাওয়ার হার বেড়েছে। প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র আসছে।'

মন্ত্রী বলেন, 'বৈদেশিক কর্মসংস্থানের হার কোভিডের আগের অবস্থায় ফিরে এসেছে। এই প্রবাহ চলতে থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে।'

'বর্তমানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও, খুব শিগগির এটা ঊর্ধ্বমুখী হবে,' যোগ করেন তিনি।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মৃণাল কান্তি দাস, পংকজ নাথ, সাদেক খান এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বৈঠক শেষে মন্ত্রী ইমরান আহমদ কমিটির সভাপতি ও সদস্যদের মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন দেন।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

58m ago