ভারতফেরত যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক

ভারতফেরত বাংলাদেশি যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শর্ত প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে ভারতফেরত করোনা নেগেটিভ যাত্রীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের বাধ্যতামূলক শর্ত বহাল থাকছে।
বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত। স্টার ফাইল ছবি

ভারতফেরত বাংলাদেশি যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শর্ত প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে ভারতফেরত করোনা নেগেটিভ যাত্রীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের বাধ্যতামূলক শর্ত বহাল থাকছে।

ভারত ভ্রমণে যাত্রীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্রও লাগছে না। উভয় দেশে যাতায়াতের ক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদপত্র গ্রহণের শর্ত বহাল থাকছে।

আজ বুধবার সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারতফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে, শুধু তারাই সরাসরি নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন। তবে যেসব পাসপোর্ট যাত্রীর করোনা উপসর্গ আছে বা পজিটিভ তাদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

যশোরের শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, ভারতফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রত্যাহার ও হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আজ বুধবার থেকে এ আদেশ কার্যকর হবে। ভিসা এবং আরটিপিসিআরের ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ থাকলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

Comments

The Daily Star  | English
Representational image of Bangladeshi migrant workers.

UN experts express dismay over situation of Bangladeshi migrants in Malaysia

UN experts today expressed dismay about the situation of Bangladeshi migrants in Malaysia, who had travelled there in the hope of employment after engaging in the official labour migration process

6m ago