বাংলাদেশসহ ৪ দেশ থেকে ৭ আগস্ট পর্যন্ত এমিরেটসের ফ্লাইট স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে দুবাইভিত্তিক উড়োজাহাজ চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।

বুধবার এমিরেটসের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্তত ১৪ দিনের মধ্যে যেসব যাত্রীরা ওই চারটি দেশে ভ্রমণ করেছেন তারাও এমিরেটস এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন না।

এর আগে, গত ১২ জুলাই এমিরেটস এই চার দেশ থেকে ২১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করে।

এমিরেটস জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্স আগামী ৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে যাত্রী পরিবহন বন্ধ রেখেছে। তাছাড়া, যেসব যাত্রীরা অন্তত ১৪ দিনের মধ্যে ওই চারটি দেশে ভ্রমণ করেছেন তারা সংযুক্ত আরব আমিরাতের কোনো স্থান থেকেও ভ্রমণ করতে পারবেন না।

তবে, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক প্রতিনিধিরা যারা হালনাগাদকৃত কোভিড-১৯ বিধিনিষেধ মেনে চলবেন তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত বলে জানিয়েছে এমিরেটস।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এমিরেটস কর্তৃপক্ষ বলেছে, 'কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে যে সব যাত্রীদের ফ্লাইট বাতিল হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টিকিটের বৈধতা থাকবে এবং ফ্লাইট চলাচল শুরু হলে তারা তাদের বুকিং পরিবর্তন করতে পারবেন।'

গত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার এই চারটি দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে এমিরেটস। কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ২৪ এপ্রিল থেকে ভারতের সঙ্গে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে। এরপর ১৩ মে থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গেও ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

2h ago