যাওয়া-আসা

পরীক্ষামূলকভাবে আমিরাত যাচ্ছেন ৪৬ প্রবাসী

ফ্লাইটের ৬ ঘণ্টা আগে একটি মোবাইল আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে ৫০ জন বাংলাদেশি প্রবাসী কর্মী আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হচ্ছেন।
ফাইল ছবি

ফ্লাইটের ৬ ঘণ্টা আগে একটি মোবাইল আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করে ৪৬ জন বাংলাদেশি প্রবাসী কর্মী আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হচ্ছেন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে এই ৪৬ জনকে আজ করোনা পরীক্ষা করে আমিরাত পাঠানো হচ্ছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আমিরাত কর্তৃপক্ষ আবার তাদের আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'যদি দুটি পরীক্ষার ফলাফল একই হয় তাহলে প্রবাসীরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবে।'

'তবে, সেখানে গিয়ে কারো করোনা শনাক্ত হলে আমিরাত সরকার তাদের করোনা প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে ওই যাত্রীকে আইসোলশনে বা কোয়ারেন্টিনে রাখতে পারে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago