প্রবাসী কর্মীদের জন্য সাপোর্ট সেন্টার ও হাসপাতাল করা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কর্মীদের জন্য বিমানবন্দরের কাছে সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটোরিয়ামে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
Imran Ahmed
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। ছবি: সংগৃহীত

প্রবাসী কর্মীদের জন্য বিমানবন্দরের কাছে সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ রোববার সকালে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটোরিয়ামে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইমরান আহমদ বলেন, বিদেশগামী এবং বিদেশফেরত কর্মীদের সাময়িক আবাসনসহ তাদের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় সুবিধাদি দিতে সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। এ ছাড়া, প্রবাসী কর্মীদের কম খরচে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য রাজধানীর ভাটারায় একটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার স্থাপন করা হচ্ছে।

বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, সরকার সব সময় প্রবাসী কর্মীদের কল্যাণে কাজ করছে। তারই অংশ হিসেবে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের বছরে ১২ হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু ভাতা প্রদান নয়, আমাদের প্রত্যাশা প্রতিবন্ধী সন্তানরা যেন সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারে।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

47m ago