জর্ডানের পোশাক খাতে বাংলাদেশি পুরুষকর্মী নিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণমন্ত্রীর

জর্ডানের পোশাক খাতে বাংলাদেশি নারী কর্মীর পাশাপাশি দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

জর্ডানের পোশাক খাতে বাংলাদেশি নারী কর্মীর পাশাপাশি দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রোববার জর্ডানে দেশটির শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতির সঙ্গে বৈঠকের সময় মন্ত্রী ইমরান আহমেদ এ আহ্বান জানান।

আম্মানে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে জর্ডানের গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ থেকে শুধু নারী কর্মী নিয়োগ দেওয়া হয়।

রোববারের বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী জর্ডানের কৃষি ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

ইমরান আহমদ বলেন, 'দক্ষ কর্মী পাঠিয়ে জর্ডানের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী বাংলাদেশ।'

বর্তমানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি অভিবাসী কর্মী জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে সরাসরি অবদান রাখছেন বলে জানান তিনি।

এ সময় জর্ডানের শ্রমমন্ত্রী নায়েফ ইস্তিতি জানান, অর্থনৈতিক সহযোগিতা জোরদারে তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানসহ বৈঠকে অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments