আন্তর্জাতিক অভিবাসী দিবস: অভিবাসন খরচ কমানোসহ ৫ দফা দাবি

‘বাংলাদেশের অভিবাসন খরচ পৃথিবীর সব দেশের অভিবাসন খরচের তুলনায় বেশি’ উল্লেখ করে তা কমানোর দাবি জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ৫ সংগঠন।
ছবি: স্টার

'বাংলাদেশের অভিবাসন খরচ পৃথিবীর সব দেশের অভিবাসন খরচের তুলনায় বেশি' উল্লেখ করে তা কমানোর দাবি জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ৫ সংগঠন।

আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনগুলো এ দাবি জানায়।

আগামীকাল আন্তর্জাতিক অভিবাসন দিবসের প্রাক্কালে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র (বিএনএসকে), অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ), এসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (এএসজিবি), বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরাম ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এ দাবি জানায়।

সংগঠনগুলোর ৫ দফা দাবি হলো:

নারী-পুরুষ সব অভিবাসী শ্রমিকের মর্যাদা মানুষ ও শ্রমিক হিসেবে সর্বাবস্থায় সবখানে দেশে ও বিদেশে অগ্রাধিকার দিতে হবে। অভিবাসীর অধিকার মানবাধিকার।

অভিবাসী গৃহশ্রমিকের কাজকে আন্তর্জাতিক শ্রমসংস্থার কনভেনশন ১৮৯ অনুসারে কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে। নারী গৃহশ্রমিকদের মর্যাদা ও অধিকার মানবাধিকার হিসেবে গণ্য করতে হবে। নারী গৃহশ্রমিকদের অধিকার মানবাধিকার।

নারী গৃহশ্রমিকদের কর্মঘণ্টা প্রতিদিন ৮ ঘণ্টা হতে হবে। দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময়ের কাজের মজুরি দ্বিগুণ করতে হবে। শ্রমিকের কাজের মজুরি না দেওয়া মজুরি চুরির শামিল। নারী অভিবাসী শ্রমিকের মজুরি চুরি অবিলম্বে বন্ধ করতে হবে।

দেশে-বিদেশে সব নারী শ্রমিকের নির্ধারিত শ্রমঘণ্টার মজুরি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুসারে দিতে হবে।

এবং, বাংলাদেশের অভিবাসন খরচ পৃথিবীর সব দেশের অভিবাসন খরচের তুলনায় বেশি। অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনা ও দর কষাকষির মাধ্যমে শূন্য অভিবাসন ব্যয় করতে হবে। অভিবাসন খরচ মালিককে দিতে হবে।

সংগঠনগুলোর নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আসেন।

বিএনএসকে'র নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আজ এই দাবিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেব। তারা যেন দাবিগুলো বাস্তবায়ন করেন সে জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

2h ago