হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছাড়া শুরু করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা, ভাটার সময় রাত ৩টার দিকে এবং আজ রোববার দুপুরে নদীর বেশ কিছু এলাকায় নমুনা ডিম পাওয়া গেছে।
হালদা নদী। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছাড়া শুরু করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা, ভাটার সময় রাত ৩টার দিকে এবং আজ রোববার দুপুরে নদীর বেশ কিছু এলাকায় নমুনা ডিম পাওয়া গেছে।  

ডিম সংগ্রহকারীরা বলছেন, জোয়ারের সময় শতাধিক ডিম সংগ্রহকারী ২০০ গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত করে নমুনা ডিম পেয়েছেন।

হাটহাজারীর মদুনঘাট এলাকার ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া বলেন, `আমি আধা কেজি মতো ডিম সংগ্রহ করেছি।'  

হালদা গবেষকরা জানিয়েছেন, এখন যে ডিম পাওয়া গেছে সেগুলো হলো নমুনা ডিম।    

হালদা নদীর অন্তত ১৫টি স্থানে কার্পজাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালবাউশ) নমুনা ডিম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   

বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল শুরু হলেই পুরোদমে ডিম ছাড়া শুরু হবে বলে জানিয়েছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া।

তিনি বলেন, `শনিবার রাতের জোয়ারের পর থেকে মা মাছ নমুনা ডিম ছাড়া শুরু করেছে। রোববার ভোররাতে ভাটায়ও নমুনা দিয়েছে। নমুনা ডিম ছেড়ে মা মাছ পুরোদমে ডিম ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।'

Comments