১২ কেজি এলপিজির দাম ১০৪ টাকা কমে ১৩৩৫ টাকা

পরপর ৩ মাস দাম বাড়ার পর অবশেষে গ্যাসের দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমিয়ে ১১১ টাকা ২৬ পয়সা করা হয়েছে।  এতে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৩৫ টাকা। 
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
ফাইল ছবি

পরপর ৩ মাস দাম বাড়ার পর অবশেষে গ্যাসের দাম কমিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজি এলপিজির দাম ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমিয়ে ১১১ টাকা ২৬ পয়সা করা হয়েছে।  এতে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৩৫ টাকা। 

গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৩৯ টাকা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির ওয়েবসাইটে প্রকাশিত নতুন ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এই এলপিজি প্রতি কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা দাম কমেছে। সে হিসাবে, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৬১২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৩৯১ টাকা, ২২ কেজি ২ হাজার ৪৪৮ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৩৩৮ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম পড়বে ৫ হাজার ৭ টাকা।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারে ৬৭ টাকা ২ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, বিইআরসি সৌদি আরামকোর দামের সঙ্গে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে থাকে।

 

 

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

2h ago