রাশিয়া তেল বিক্রি করতে চেয়েছে বাংলাদেশের কাছে: জ্বালানি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া জ্বালানি তেল বিক্রি করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। স্টার ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া জ্বালানি তেল বিক্রি করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।

আজ সোমবার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

তিনি বলেন, 'রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, তা পর্যালোচনা করে দেখা হবে।'

তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

প্রতিমন্ত্রী বলেন, 'রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) কথা বলছে তারা।'

বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার অন্যতম ভোক্তা ইউরোপের দেশগুলো। ইউক্রেন যুদ্ধে জড়ানোর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা না মেনে চীন ও ভারতসহ কয়েকটি দেশ রাশিয়া থেকে বাড়তি তেল কিনছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে।

Comments