বিদ্যুৎ ও জ্বালানি

দেশে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা প্রায় ৫০ লাখ

দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৪৯ লাখ ৯১ হাজার ৭৫টি যানবাহন রয়েছে। এর মধ্যে গ্যাসোলিনচালিত (অকটেন বা পেটোল) ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি, ডিজেলচালিত ৫ লাখ ৩৯ হাজার ৭৮২টি, সিএনজিচালিত ২ লাখ ৩৮ হাজার ৫৪০টি, এলজিপিচালিত ৬ হাজার ২৭৮টি, দ্বৈত জ্বালানিচালিত ৩২ হাজার ২৪৬, ইলেকট্রিক মোটরড্রাইভ ৪০টি, ডিজেল বা সিএনজিচালিত ১৫৮টি ও কেরোসিনচালিত ৭৫টি।
ফাইল ছবি।

দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৪৯ লাখ ৯১ হাজার ৭৫টি যানবাহন রয়েছে। এর মধ্যে গ্যাসোলিনচালিত (অকটেন বা পেটোল) ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি, ডিজেলচালিত ৫ লাখ ৩৯ হাজার ৭৮২টি, সিএনজিচালিত ২ লাখ ৩৮ হাজার ৫৪০টি, এলজিপিচালিত ৬ হাজার ২৭৮টি, দ্বৈত জ্বালানিচালিত ৩২ হাজার ২৪৬, ইলেকট্রিক মোটরড্রাইভ ৪০টি, ডিজেল বা সিএনজিচালিত ১৫৮টি ও কেরোসিনচালিত ৭৫টি।

আজ বৃহস্পতিবার সংসদে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়েছে। কমিটিকে আরও জানানো হয়, গণপরিবহনের মধ্যে ৭৯ শতাংশ ডিজেল ও ১০ শতাংশ সিএনজিতে চলে।

গ্যাসোলিনচালিত ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি যানবাহনের মধ্যে ৩৪ লাখ ৯৪ হাজার ৮৮টি মোটরসাইকেল। অন্যান্য জ্বালানিচালিতসহ দেশে মোট মোটরসাইকেরের সংখ্যা ৩৮ লাখ ৮৮ হাজার ৩৮টি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বাস রয়েছে ৪৯ হাজার ৮৩৯টি। এর মধ্যে গ্যাসোলিনচালিত ৫ হাজার ১৪০টি, ডিজেলচালিত ৩৯ হাজার ৫০৩টি, সিএনজিচালিত ৫ হাজার ১২১টি, এলজিপিচালিত ৫টি, দ্বৈত জ্বালানিচালিত ৬৬টি এবং ডিজেল/সিএনজি চালিত ৪টি। সিএনজিচালিত ২ লাখ ৩৮ হাজার ৬৫০টি যানবাহনের মধ্যে ২ লাখ ১২ হাজার ৩৫৬টি অটোরিকশা। সিএনজিচালিত যানের ৮৯ শতাংশই অটোরিকশা।

প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৭৫টি গাড়ি রয়েছে যেগুলো কেরোসিনে চলে। এর মধ্যে অ্যাম্বুলেন্স একটি, অটোরিকশা ১৬টি, কার ৭টি, ডেলিভারি ভ্যান একটি, হিউম্যান হলার একটি, ফোর হুইলার ২টি, মোটরসাইকেল ৪টি, পিকআপ ভ্যান ৩৬টি, ট্যাংকার একটি, ট্রাক ৩টি, বিশেষ কৌশলগত যান একটি ও অন্যান্য দুটি।

দেশে জ্বালানি তেলের ব্যবহার ৬৩ লাখ টন

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে দেশে মোট জ্বালানি তেলের ব্যবহার হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৭৩০ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের ব্যবহার হয়েছে ৪৫ লাখ ৯৭ হাজার ৫৮৫ মেট্রিক টন। কৃষি খাতে ডিজেলের ব্যবহার ৯ লাখ ৭৫ হাজার ৬০৪ মেট্রিক টন। যা মোট জ্বালানি ব্যবহারের ১৫ দশমিক ৪৯ শতাংশ।

কৃষিতে জ্বালানির ব্যবহার কমছে

বৈঠকের কার্যপত্র অনুযায়ী, কৃষি খাতে ২০১৬-১৭ অর্থবছরে ৯ লাখ ৫ হাজার ৬২৩ মেট্রিক টন জ্বালানি ব্যবহার করা হয়েছে যা ওই অর্থবছরে মোট ব্যবহৃত জ্বালানির ১৫ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে ১০ লাখ ৯০ হাজার ৯০৩ মেট্রিক টন (১৫ দশমিক ৭০ শতাংশ), ২০১৮-১৯ অর্থবছরে ১০ লাখ ৭৫ হাজার ৩২৬ মেট্রিক টন (১৬ দশমিক ৪২ শতাংশ), ২০১৯-২০ অর্থবছরে ৯ লাখ ৯০ হাজার ৭৫২ মেট্রিক টন (১৮ শতাংশ) এবং ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৭৫ হাজার ৬০৪ মেট্রিক টন (১৫ দশমিক ৪৯ শতাংশ) জ্বালানি ব্যবহার করা হয়েছে।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এস. এম জগলুল হায়দার, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম ও মো. নুরুজ্জামান বিশ্বাস অংশ নেন।

Comments

The Daily Star  | English

11 killed in bus-pickup collision in Faridpur

At least 11 people were killed and several others were injured in a head-on collision between a bus and a pick-up at Kanaipur area in Faridpur's Sadar upazila this morning

33m ago