কৈলাশটিলার ৭নং কূপে গ্যাস পাওয়া গেছে: নসরুল হামিদ

সিলেটের কৈলাশটিলার ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। তিনি জানান, ৭নং কূপ থেকে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে।
ছবি: সংগৃহীত

সিলেটের কৈলাশটিলার ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। তিনি জানান, ৭নং কূপ থেকে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে।

আজ সোমবার সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, 'ঈদের ঠিক আগে আগে আপনাদের সবার সঙ্গে গ্যাস নিয়ে একটি সুখবর দিতে চাই। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা ৭নং কূপে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে।'

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান ২টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, 'সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলার ৭নং কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লাখ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে।'

'আমরা আশা করছি অবশিষ্ট কাজ শেষ করে আগামী ১০ মের মধ্যে কৈলাশটিলার ৭নং কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব,' যোগ করেন তিনি।

পোস্টে নসরুল হামিদ বলেন, 'আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৫টি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের ওপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন।'

'বঙ্গবন্ধুর ক্রয়কৃত ৫টি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভুক্ত আছে,' পোস্টে বলা হয়।

Comments

The Daily Star  | English

Secondary schools, colleges to open from Sunday amid heatwave

The government today decided to reopen secondary schools, colleges, madrasas, and technical education institutions and asked the authorities concerned to resume regular classes and activities in those institutes from Sunday amid the ongoing heatwave

2h ago