ফ্রাইডেজ ফর ফিউচার: সিলেটে জলবায়ু ধর্মঘট পালন

বৈশ্বিক জলবায়ু আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সঙ্গে একাত্মতা পোষণ করে সিলেট নগরীতে জলবায়ু ধর্মঘট পালন করেছেন ইয়ুথনেটের শিক্ষার্থীরা।
sylhet_climate_strike_24sep21.jpg
ছবি: দ্বোহা চৌধুরী/স্টার

বৈশ্বিক জলবায়ু আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সঙ্গে একাত্মতা পোষণ করে সিলেট নগরীতে জলবায়ু ধর্মঘট পালন করেছেন ইয়ুথনেটের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকালে নগরীর ক্বীনব্রিজ এলাকায় শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। ২০১৮ সালের ২০ আগস্ট শুক্রবার সুইডেনের পরিবেশবাদীকর্মী গ্রেটা থুনবার্গ 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি প্লাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে শুরু করেছিলেন এক আন্তর্জাতিক জলবায়ু আন্দোলনের।

তারই ধারাবাহিকতায় আজ সিলেট এই কর্মসূচির আয়োজন করা হয়। ধর্মঘট থেকে শিক্ষার্থীরা জলবায়ু সংশ্লিষ্ট নানা দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

এ বছরের ধর্মঘটের মূল প্রতিপাদ্য হলো— 'আপরুট দ্য সিস্টেম' বা 'নিয়ম উপড়ে ফেলো'। যার মূল উদ্দেশ্য বৈষম্যমূলক নীতি ও অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষকে সুরক্ষিত করা।

এ সময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং সহযোগী ইসলামিক রিলিপ-এর সদস্যরা আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে তারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখা ও প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সিলেট ইউনিটের সমন্বয়ক দেলওয়ার হোসেন মান্নার সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

Comments

The Daily Star  | English

Student politics, Buet and ‘Smart Bangladesh’

General students of Buet have been vehemently opposing the reintroduction of student politics on their campus, the reasons for which are powerful, painful, and obvious.

32m ago