প্রাকৃতিক দুর্যোগ

৩০ সেকেন্ডে লণ্ডভণ্ড ৩০ পরিবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে ৩০টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে শত শত গাছ।
কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের তাণ্ডবে সব তছনছ হয়ে যায়। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে ৩০টি পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে শত শত গাছ।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রাম ও পাশের আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ ঘূর্ণিঝড় বয়ে যায়। পরে উদ্ধার তৎপরতায় এলাকাবাসীর সঙ্গে ভাঙ্গা দমকল বাহিনীর সদস্যরা অংশ নেয়।

বুধবার দিবাগত রাত ১টার দিকে চুমুরদী ও পীরেরচর গ্রামের ওপর দিয়ে এ ঘূর্ণিঝড় বয়ে যায়। ছবি: সংগৃহীত

চুমুরদী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকারিয়া মুন্সী বলেন, 'গ্রামের পশ্চিম দিকে কুমার নদ। রাত ১টার দিকে ওই এলাকা থেকে শোসাইতে শোসাইতে ঝড় উইঠা আসে। মুহূর্তের মধ্যে বাড়ি ভাইঙ্গা, ঘরের চাল উড়াইয়া, গাছপালা ভাইঙ্গা একাকার কইরা দেয়।'

ঘটনার বর্ণনা দিতে গিয়ে চুমুরদী গ্রামের বাসিন্দা কোহিনূর বেগম বলেন, 'রাতে বাতাসের শো শো শব্দে ঘুম ভেঙে যায়। তারপর হঠাৎ করে আমাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগে সব তছনছ হয়ে গেল।'

ভাঙ্গা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, 'গাছ চাপা পড়ে একটি ঘরে একজন আটকা পড়েছে জানতে পেরে আমরা ঘটনাস্থলে আসি। পরে গাছ কেটে তাকে উদ্ধার করি।'

৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে ৩০ পরিবারের ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিমউদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, 'চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের ২৪টি পরিবার ও আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের ৬টি পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরিবার প্রতি তাৎক্ষণিক ১০ কেজি করে চাল, এক হাজার করে টাকা বরাদ্দ দিয়েছি। বৃহস্পতিবার দুপুরে ও রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করেছি। শুক্রবার তাদের জন্য টিন বরাদ্দ করা হবে।'

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago