লালমনিরহাট 

তিস্তাপাড়ে পানিবন্দী অন্তত ৪ হাজার পরিবার 

গত দুই দিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধন গ্রামের বাড়িগুলোতে তিস্তার পানি ঢুকে গেছে। ছবি: স্টার

গত দুই দিন ধরে উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার ১৫টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

গ্রামগুলোর প্রায় সব বাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে এবং পানির নিচে তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও ফসলি জমি।

আজ শুক্রবার লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার দুপুরে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা ৫২ দশমিক ৬০ মিটার অতিক্রম করে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, ‘উজান থেকে নেমে আসা পানির চাপের কারণে বৃহস্পতিবার রাতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, পাটগ্রাম ও সদর উপজেলার তিস্তা নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চলের প্রায় ৪০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’

মিজানুর রহমান আরও জানান, উজান থেকে পাহাড়ি ঢলের পানি না এলে আগামীকালের মধ্যে বন্যার পানি নেমে যাবে।

যোগাযোগ করা হলে লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর দ্য ডেইলি স্টারকে জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে সব প্রস্তুতি আছে। বন্যা কবলিতদের প্রয়োজনমতো ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago