
ঘূর্ণিঝড় অশনির দাপট ভারতে প্রায় শেষ হয়ে গেছে। ঝড়টি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'অশনির দাপট অন্ধ্র প্রদেশেই শেষ হয়ে গেছে। তবে আজ দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।'
আবহাওয়া অধিদপ্তরের ২০ নম্বর বুলেটিনে বলা হয়েছে, ভারতের অন্ধ উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আকারে আজ সকাল ৬টায় উপকূলীয় অন্ধ্র প্রদেশের স্থলভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Comments