বছরের শেষ সূর্যগ্রহণ আজ

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে আজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সকাল ১১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হবে।

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে আজ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সকাল ১১টা ২৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হবে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১টার ২ মিনিট ৫৪ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ১টা ৩৩ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ২টা ৩ মিনিট ৪৮ সেকেন্ড এবং গ্রহণ শেষ হবে ৩টা ৩৭ মিনিট ২৪ সেকেন্ডে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না। নামিবিয়ার উপকূলীয় শহর স্বকোপমুন্ড থেকে পূর্ব দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ফ্রেঞ্চ টেরিটরির দক্ষিণ অ্যান্টার্কটিক ল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে ভারত মহাসগরে। সর্বোচ্চ গ্রহণ হবে অ্যান্টার্কটিকার অ্যান্টার্কটিক আইস শিল্ড থেকে পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে অ্যান্টার্কটিকার সিপল আইসল্যান্ড থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে এবং গ্রহণ শেষ হবে অস্ট্রেলিয়ার সাউথ ব্রুনি আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

Comments

The Daily Star  | English

Submarine cable breakdown disrupts Bangladesh internet

It will take at least 2 to 3 days to resume the connection

34m ago