২ বছর পর বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম শুরু করছে ভারত

করোনা মহামারির কারণে ২ বছর স্থগিত থাকার পর আবার শুরু হতে যাচ্ছে  বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২২।

করোনা মহামারির কারণে ২ বছর স্থগিত থাকার পর আবার শুরু হতে যাচ্ছে  বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২২।

এ প্রোগ্রামের আওতায় ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোববার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ প্রোগ্রামের পোর্টাল ও লোগো উদ্বোধন করেন।

পোর্টালটি ৩০ জুন পর্যন্ত বাংলাদেশি তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণের জন্য সক্রিয় থাকবে।

প্রোগ্রামটি দুই দেশের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সই করা যুব সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকের অংশ।

সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বৈচিত্র্যময় ও সেরা প্রতিভা নির্বাচন নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ৮টি বিভাগে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে। 

আবেদনে আগ্রহী তরুণরা ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে (https://hcidhaka.gov.in) গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জীবন বৃত্তান্ত পূরণ করতে হবে এবং অত্যাবশ্যকীয় হিসেবে একটি ফেসবুক ভিডিওর লিংক শেয়ার করতে হবে। ভিডিওটির মাধ্যমে আবেদনকারীরা তাদের পরিচিতির পাশাপাশি এই কর্মসূচিতে তারা কেন অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তা তুলে ধরতে পারবেন।

এ বিষয়ে https://www.facebook.com/BangladeshYouthDelegationToIndia ফেসবুক পেজে বিস্তারিত জানা যাবে।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago