২০২২ সালের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত: মাউশি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
স্টার ফাইল ছবি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ রোববার অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোভিড -১৯ এর বিস্তার রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ওই আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে, ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চলবে। 
বেলাল হোসাইন বলেন, 'এই বছরের এসএসসি ও এইচএসসি ব্যাচগুলোর প্রস্তুতি গ্রহণের জন্য খুব অল্প সময় আছে। তাই আমরা তাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালিয়ে যাবো।'

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

4h ago