ক্যাম্পাস

সেগুনবাগিচায় আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সহপাঠীরা জানিয়েছেন, আদনান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
du_student_adnan_28oct21.jpg
আদনান সাকিব। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সহপাঠীরা জানিয়েছেন, আদনান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) পলাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ ভোররাত আড়াইটার দিকে সেগুনবাগিচার আবাসিক হোটেল কর্ণফুলী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, আদনান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকতেন। মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল তার স্ত্রী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আদনানের মোবাইল ফোন ট্র্যাক করে আমরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। রাত দেড়টার দিকে হোটেলে এসে জানতে পারি তিনি দ্বিতীয় তলায় ১০৭ নম্বর রুমে উঠেছেন। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলা হয়। ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

আদনানের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর সোনাখুলী গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী ডেইলি স্টারকে বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই শিক্ষার্থী নিখোঁজ জানার পরে আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দিয়েছিলাম। পুলিশের ধারণা এটি আত্মহত্যা। তবে আমরা তদন্ত করতে অনুরোধ করেছি।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago