শাবিপ্রবি উপাচার্যকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে, দাবি জাবি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের জাবি শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা এবং পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করেছেন জাবির শিক্ষার্থীরা।
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের জাবি শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা এবং পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করেছেন জাবির শিক্ষার্থীরা।

একইসঙ্গে তারা অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়রানি বন্ধ করাসহ শাবিপ্রবির উপাচার্যের বিরুদ্ধে জাবি প্রশাসনকে বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

আজ শনিবার বিকেল ৩টায় জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে একটি উন্মুক্ত প্রদর্শনীতে শিক্ষার্থীরা জাবিতে তাদের বৈষম্যের তীব্রতা ও আকার তুলে ধরতে চেষ্টা করেন। এরপর একটি প্রতীকী অনশনে বসেন তারা। এসময় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, 'সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে ছাত্রীদের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে, অমিক্রনের প্রাদুর্ভাবের কারণে রাত ১০টার মধ্যে ছাত্রীদের হলে ফেরার জন্য। কী হাস্যকর হল প্রশাসনের চিন্তাভাবনা! রাত ১০টার পর অমিক্রনের সংক্রমণ বেশি হয় কি না আর সেটি শুধু ছাত্রীদেরই হয় কি না- এ ব্যাপারে হল প্রশাসনের ভাবনা পরিষ্কার করা প্রয়োজন।'

তারা আরও বলেন, 'আমরা একইসঙ্গে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট হলে যেসব ছাত্রীদের রাতে হলে ফিরতে দেরি হয়, তাদের চিহ্নিত করে কারণ দর্শাতে বলা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে, রাতে দেরি করে হলে ফেরা অব্যাহত রাখলে অভিভাবকদের জানানো হবে!'

আজ রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা একটি মশাল মিছিলের আয়োজন করবেন বলে জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Small businesses, daily earners scorched by heatwave

After parking his motorcycle and removing his helmet, a young biker opened a red umbrella and stood on the footpath.

2h ago