ক্যাম্পাস

শাবিপ্রবি: আলোচনায় সমাধানের আহবান আ. লীগ নেতাদের, অনড় শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ক্যাম্পাসে এসে শিক্ষার্থী ও উপাচার্যের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন তারা। তবে এ আহবান প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন আ। লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল। ছবি: দ্বোহা চৌধুরী/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ক্যাম্পাসে এসে শিক্ষার্থী ও উপাচার্যের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন তারা। তবে এ আহবান প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ও সিলেট জেলা শাখার সহ-সভাপতি আশফাক আহমেদ শাবিপ্রবি ক্যাম্পাসে যান।

প্রথমে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের বিক্ষোভের কারণ ও দাবি সম্পর্কে জেনে তাদেরকে বিষয়টি যতটা সম্ভব আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আশ্বস্ত করেন।

পরে দুপুর দেড়টার দিকে উপাচার্যের বাসভবনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন আলোচনা করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে দুপুর আড়াইটার দিকে শফিউল আলম চৌধুরী নাদেল উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের আলোচনার সার্বিক বিষয়ে জানান।

এ সময় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা উচিত। উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তারা আশ্বস্ত করেছেন যে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সমাধান করা হবে।'

তিনি আরো বলেন, 'শিক্ষার্থীদের যেমন আলোচনার মাধ্যমে দাবি আদায় করতে হবে, তেমনি কর্তৃপক্ষের প্রতি আহবান যে তারাও গুরুত্ব সহকারে এ সব দাবি মেনে নেবেন। আগে আলোচনার যে পরিস্থিতি ছিল না, আমরা সেটা সৃষ্টি করতে এসেছি। শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানিয়েছেন যেন কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ক্ষতি না হয়। সেটা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সচল করতে সবার সহযোগিতা কাম্য।'

আওয়ামী লীগের এ নেতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহবান জানালে, শিক্ষার্থীরা তাৎক্ষণিক তা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের বিষয়ে এক দফা দাবিতে অনড় থাকার ঘোষণা দেন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago