
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত আরও ৩ শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ৩জনসহ মোট ১১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে ২৪ শিক্ষার্থীর আমরণ অনশনের সবাই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং সবাইকে স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।

এ ছাড়া এক শিক্ষার্থীর অনশনে থাকার কথা জেনে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় ওই শিক্ষার্থী গতকাল রাতে বাড়িতে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীদের একজন মুখপাত্র।

গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রাধ্যক্ষবিরোধী আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি উঠে।
এদিকে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দেওয়া সিলেটের ২৫ বিশিষ্ট নাগরিকের প্রতিনিধিদল আজ সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন।
Comments